রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৩) জুন সকাল ৯টায় উপজেলা পরিষদে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন হিরু, রায়পুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আমিন শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক, সদস্য এরশাদ আলী সোহেল, এম নজরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রশিদ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।