রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ৬ ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন চট্টগ্রামের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, তাপমাত্রা সংবেদনশীল ঔষধের সঠিক তাপমাত্রায় নিয়ন্ত্রণ না করা, বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের ওষুধ, নকল ওষুধ জব্দ সহ বিভিন্ন অপরাধে ৬ টি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনগণকে নিরাপদ ও মানসম্মত ঔষধ পৌঁছে দেয়ার লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো ছিলেন ঔষধ প্রশাসন চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মাহমুদ, সহযোগিতা করেন আনোয়ারা থানা পুলিশ প্রশাসন।