চট্টগ্রাম

করোনায় মারা গেলেন স্ত্রী,হাসপাতালে রেখে পালালেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
চমেক হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীকে ফেলে স্বামী স্বজনরা পালিয়ে গেছে। পরে ওই নারী মারা গেলে  সংবাদ দেওয়ার জন্যও স্বামীর  সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে মর্গ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন লাশ দাফনের জন্য নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের ওয়ার্ডের রেড জোনে বুধবার গভীর রাতে মারা যায় করোনাভাইরাস আক্রান্ত নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভিপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের স্ত্রী আসমা আক্তার (৩৮)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে মোজাম্মেল তার স্ত্রী আসমা আক্তারকে (কোভিড-১৯ পজিটিভ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টসহ বিভিন্ন অসুস্থতা নিয়ে রেডজোনে ভর্তি করান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, ওই নারীর স্বামী হাসপাতালে ভর্তি করানোর পর বুধবার দুপুর থেকেই লাপাত্তা হয়ে যান। চিকিৎসক এবং সংশ্লিষ্ট লোকজন মোজাম্মেলকে না পেয়ে পুলিশে খবর দেয়।

“হাসপাতালের রেজিস্টারে রাখা ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগ করেও তার কোন হদিশ পাওয়া যায়নি। এর মধ্যে বুধবার গভীর রাত একটার দিকে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

তিনি বলেন, স্বামী মোজাম্মেল বা পরিবারের কাউকে না পেয়ে আসমা আক্তারের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা তার লাশ দাফনের জন্য নিয়ে যায়।

নগরীরে আগ্রাবাদ মৌলভি পাড়া এলাকার দেয়া ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি উল্লেখে করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, পেশায় রাজমিস্ত্রি মোজাম্মেল একমাস আগে ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার গার্মেন্টসকর্মী স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন।

ওই বাসার দরজায় তালা ছিল উল্লেখ করে ওসি মহসিন বলেন, মোজাম্মেলের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খোঁজার চেষ্টা চলছে।

Related Posts