আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবিতে জাতীয় হিন্দু মহাজোটের প্রাদেশিক কমিটি গঠনকল্পে আলোচনা সভা

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাত জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে গতকাল ২২ শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াস আল উথবা একটি হলরুমে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রী রুপস দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার প্রধান উপদেষ্টা ব্যবসায়ী ও দানবীর মৃণাল কান্তি ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানু লাল দাস। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্ণ বণিক। এতে আরও বক্তব্য রাখেন কার্তিক বাবু, রুপন কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক সজল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী ও সাংবাদিক সনজিত কুমার শীল, সহ-সাংগঠনিক সম্পাদক অপু দাস, রাজীব সুশীল, রাখাল শীল, রনি মুহুরী, সাগর শীল, সুমন দাস, সহ আরো অনেকে। বক্তারা বলেন বাংলাদেশের হিন্দুত্ব রক্ষার জন্য জাতীয় হিন্দু মহাজোটের কোন বিকল্প নেই। বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম। বর্তমান সরকারের কাছে হিন্দুত্ব রক্ষার জন্য তাদের সম্পত্তি ও জানমালের নিরাপত্তার দাবি জানান। বক্তারা আরো বলেন বাংলাদেশে বর্তমানে হিন্দুদের মন্দির ভাঙচুর, সম্পত্তি লুন্ঠন, হিন্দুদের অমানবিক নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন চট্টগ্রামের সিআরবি তে শতবর্ষী গাছ কেটে কোন হাসপাতাল তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানান। চট্টগ্রামের আরো অনেক অবহেলিত জায়গা পড়ে রয়েছেন ওই জায়গাতে গিয়ে উন্নত মানের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করতে পারেন। বক্তারা বলেন আবুধাবি , মুসাফফা ও বানিয়াস এই জায়গায় সনাতনীদের নিয়ে জাতীয় হিন্দু মহাজোটের প্রাদেশিক কমিটি অচিরেই ঘোষণা করা হবে। অনুষ্ঠান শেষে সারা বিশ্বের করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।।(সনজিত কুমার শীল আমিরাত প্রতিনিধি 00971556552306,0557774590)

Related Posts