সিনিউজ ডেস্ক
তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলের আরেকটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। ট্রেনটি ১০টি কন্টেইনারে মোট ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে আসছে।
ভারতীয় হাইকমিশন থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে তুলবে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছে ভারত।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে আসে। ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। ভারতের ভেতরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।