চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফকে আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেয়ায় প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
তিনি বলেন, একসময় আইআইইউসিতে জঙ্গী ও জামাত-শিবির চক্রের আস্তানা ছিল। কিছু কিছু শিক্ষক ও শিক্ষার্থীরা গোপনে সরকার বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল। গত ২৮ জুলাই বর্তমান রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদের এক আদেশে ভিসি পদে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফকে নিয়োগ দেয়ায় বিশ্ববিদ্যালয়টি মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও অনেকদুর এগিয়ে যাবে। পাশাপাশি জঙ্গীবাদমুক্ত প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করবে আইআইইউসি। ###