চট্টগ্রাম মেডিকেল

সেন্ট মেরিস স্কুল ও চার্চে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলেন বাবর

 

নিজস্ব প্রতিবেদক
জামালখান নির্মলা মারমারিয়ার ক্যাথলিক চার্চ গির্জা ও সেন্ট মেরীস স্কুলে বসানো হয়েছে করোনা প্রতিরোধক বুথ।  এ বি এম মহিউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ বুথ বসানো হল

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে এই করেনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিশ্বব্যাপি করোনা মহামারি নিয়ন্ত্রণ এখন চেলেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা, মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহার হলো করোনা প্রতিরোধের মূল মাধ্যম।

তাই গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে করোনা প্রতিরোধক বুথ। যা থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার পাওয়া যাবে।

আসুন করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহার নিশ্চিত করি।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগির, নির্মলা মারমারিয়া ক্যাথলিক চার্চ গির্জার ফাদার সিপ্রিয়ান পিন্টু, সেন্ট মেরীস স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মেরি সঙ্গীতা, সিস্টার জেমি, সিস্টার বিগিস, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ।

 

Related Posts