নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বছর পর বদলি করা হল ওসি মোহাম্মদ মহসিনকে। আলোচিত পুলিশ পরিদর্শক মোঃ মহসিনকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে৷ তিনি অন্তত ২০ বছর ধরে চট্টগ্রামে চাকুরি করছেন।
১৮ আগস্ট পুলিশ হেডকোয়াটার্সের এডিশনাল আইজি ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে এই বদলী করা হয়। আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিনকে আগামী ২৫ আগস্টের মধ্যে বদলীকৃত স্থলে যোগদানের উদ্দেশ্যে ছাড় পত্র গ্রহন করতে বলা হয়েছে। অন্যথায় আগামী ২৬ আগস্ট হতে তাৎক্ষনিক অবমুক্ত (Stand Release) হয়েছেন বলে গণ্য হবে মর্মে উল্লেখ আছে।
তিনি বর্তমানে ডবলমুড়িং থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে কোতায়ালী,বায়েজিদ ও বাকলিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এসআইও ছিলেন থানা ও ডিবিতে।