আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

 

নাছির তালুকদার,আমিরাত থেকেঃ

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর ঊদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষির্কী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিতে ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এর পরিচালনায় আবুধাবীর আল ইব্রাহিমী হোটেল এর বল রুমে অনুষ্টিত হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আমিরাতে বাংলাদেশের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউ এ ই সভাপতি মোয়াজেজম হোসেন,দুতাবাস এর মিশন উপ প্রধান মিজানুর রহমান, কাউন্সিল আব্দুল আলিম মিয়া, প্রথম সচিব লুৎফুন নাহার নাজিম, কাউন্সিল (ভিসা ও পাসপোট )সাইফুল ইসলাম তৃতীয় সচিব মাহাজারুল ইসলাম , জনতা ব্যাংক আমিরাতের সিইও আমিনুল হাসান ,আবুধাবী বাংলাদেশ স্কুলের সাবেক অধ্যক্ষ মীর আনিসুল হাসান,আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আলহাজ্ব কামাল চৌধুরী ,অনুষ্টানের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন, শওকত আকবর , মঈন ঊদ্দিন ,মনিরুল ইসলাম, জাহাগীর কবির বাপ্পী,গোলাম কাদের ইফতি,স্বজল চৌধুরী,মঈনউদ্দিন সিদ্দিকী,পিয়াংকা খন্দকার .রফিকুল হক,জাকির হেসেন জসিম,মাহাবুব খন্দকার ,আজিম সিকদার,শেখ রহুল আমিন, নাছির উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃনদ।
পরিশেষে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহত শহীদের সরণে বিশেষ মোনাজাত পরিচালনা বাংলাদেশ দুতাবাস আবুধাবীর মিশন উপ প্রধান জনাব মিজানুর রহমান ।

Related Posts