নাছির তালুকদার,আমিরাত থেকেঃ
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর ঊদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষির্কী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিতে ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এর পরিচালনায় আবুধাবীর আল ইব্রাহিমী হোটেল এর বল রুমে অনুষ্টিত হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আমিরাতে বাংলাদেশের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউ এ ই সভাপতি মোয়াজেজম হোসেন,দুতাবাস এর মিশন উপ প্রধান মিজানুর রহমান, কাউন্সিল আব্দুল আলিম মিয়া, প্রথম সচিব লুৎফুন নাহার নাজিম, কাউন্সিল (ভিসা ও পাসপোট )সাইফুল ইসলাম তৃতীয় সচিব মাহাজারুল ইসলাম , জনতা ব্যাংক আমিরাতের সিইও আমিনুল হাসান ,আবুধাবী বাংলাদেশ স্কুলের সাবেক অধ্যক্ষ মীর আনিসুল হাসান,আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আলহাজ্ব কামাল চৌধুরী ,অনুষ্টানের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন, শওকত আকবর , মঈন ঊদ্দিন ,মনিরুল ইসলাম, জাহাগীর কবির বাপ্পী,গোলাম কাদের ইফতি,স্বজল চৌধুরী,মঈনউদ্দিন সিদ্দিকী,পিয়াংকা খন্দকার .রফিকুল হক,জাকির হেসেন জসিম,মাহাবুব খন্দকার ,আজিম সিকদার,শেখ রহুল আমিন, নাছির উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃনদ।
পরিশেষে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহত শহীদের সরণে বিশেষ মোনাজাত পরিচালনা বাংলাদেশ দুতাবাস আবুধাবীর মিশন উপ প্রধান জনাব মিজানুর রহমান ।