আমিরাত প্রতিনিধি
মহান ৭মে ও পবিএ মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গয়। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক বাংলাদেশ বিজিন্সি কাউন্সিলের সম্মানিত প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শ আলহাজ্ব নুর মোহাম্মদ সি, আই, পি,। সভার সঞ্চালনায় ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেক ছাএ নেতা দুবাই কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক প্রকৌশল সৈয়দ মহিউদ্দিন ইকবাল।
সভায় বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আহম্মদ তালুক দার ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাএ নেতা সােরব হােসেন সৌরভ, সাবেক ছাএ নেতা আমান উল্লা ও শাখা কমিটির নেতৃবৃন্দ। আর ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম ভাই ও সাবেক ছাএ নেতা ও হাটহাজরী উপজেলার আওয়ামীলীগ যুবলীগের সদস্য ,ও বঙ্গবন্ধুপরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সায়েম উদ্দীন সায়েম, আবু তাহের , নােয়াপাড়া কলেজ ও এম ই এস কলেজের সাবেক ছাএ নেতা জসিম উদ্দিন ও বাবু সহ সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগ পরিবারের অনেক নেতা কর্মীবৃন্দ।