আন্তর্জাতিক আরব আমিরাত রাজনীতি

আবুধাবিতে অর্থমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের ফুলেল শুভেচছা 

 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বাংলাদেশ হাউস এ (মান্যবর রাষ্ট্টদূতের বাস ভবন ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এম পি উনাকে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ॥সংগঠের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু , সহ সভাপতি শওকত আকবর ,সাধারন সম্পাদক নাছির তালুকদার ,এই সময় আরো উপস্হিত ছিলেন,মান্যবর রাস্ট্রদূত আবু জাফর ,দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ,আবুধাবী দুতাবাসের মিশন উপ প্রধান মিযানুর রহমান ,কাউন্সিলার (পাসপোট ও ভিসা )সাইফুল ইসলাম ,কাউন্সিলার শ্রম (লোকাল )লুৎফুন নাহার নাজিম , মাহাতাবুর রহমান সি আই পি,মন্ত্রীর পি এস সালা উদ্দিন ,অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন,,শেখ ফরিদ সি আই পি ,প্রকৌশলী জাফর চৌধুরী সিআই পি ,বাংলাদেশ সমিতি সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জনতা ব্যাংকের সিইও কামরুজ্জান ,ম্যানেজার রেজাউল করিম ,বঙ্গবন্ধু পরিষদ আল আইন শাখার সভাপতি আলতাফ হোসেন ,সাধারন সম্পাদক মোহাম্মদ আয়ুব ,প্রকৌশলী আশীষ বডুয়া ,রাজা মল্লিক ,সাইফু উদ্দিন আহম্মেদ সহ প্রমুথ নেতৃবৃন্দ ॥

Related Posts