আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও  বিজয় দিবস ঊদযাপন 

 

নাছির তালুকদার, আমিরাত প্রতিনিধি

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস ঊদযাপন করা হয।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হসেন সভাপতিত্ব,সংগঠনের সাংগঠনিক সাম্পান এস এম আলা ঊদ্দিন পরিচালনায় অনুষ্টিত সভায়  প্রধান বক্তা ছিলেন সংগঠের সাধারন সম্পাদক নাছির তালুকদার। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি জামশেদ আলম,আবদুস সামাদ,কোষাধক্ষ আবু তাহের তারেক .দপ্তর সম্পাদক মোজামেল হক , সাংস্কৃতিক সজল চৌধুরী , মোহাম্মদ ফরহাদ ,মোচছাফফা বঙ্গবন্ধু পরিষদের , জাহাগীর সেলিম,আজিম সিকদার ,শহীদুল ইসলাম ,আবুধাবী যুবলীগ এর সভাপতি জাকির হোসেন জসিম,সাধারন সম্পাদক মাহাবুব খন্দাকার ,মঈন ঊদ্দিন সিদ্দিকী,নাছির ঊদ্দিন প্রমুখ।

Related Posts