প্রতি বছরের ন্যায় এবার ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ৩ দিন ব্যাপী বার্ষিক মহোৎসব আগামী ২৪ ফেব্রæয়ারি ২০২২ ইংরেজি বৃহস্পতিবার থেকে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রæয়ারি ২০২২ ইংরেজি শনিবার দিবাগত ভোর রাতে বার্ষিক মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবত গীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও দুপুর-রাতে প্রসাদ বিতরন। অনুষ্ঠানের প্রথম দিন ২৪ ফেব্রæয়ারি ২০২২ ইংরেজি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ। রাত ৮টায় স্থানীয় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান ও রাত ৯টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস। এছাড়া প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন-শ্রী গুরু সংঘ (চট্টগ্রাম), ভক্ত প্রহ্লাদ সম্প্রদায় (ব্রাহ্মণবাড়ীয়া), আদি গীতাঞ্জলি সম্প্রদায় (মাদারীপুর), পূর্ণিমা সখী সম্প্রদায় (মাদারীপুর) ও গৌর গোবিন্দ সম্প্রদায় (কুমিল্লা)। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরের বার্ষিক মহোৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহনের জন্য ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। #####