চট্টগ্রাম ধর্ম

সমিতিরহাট অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে বাগীশিক

 

সজল চক্রবর্তী, ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যােগে সমিতির হাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কবিরাজ অমৃত লালের বাড়িতে অগ্নি কান্ডে পুড়ে যাওয়া ১৪ টি পরিবারের পাশে আজ নগদ অর্থ, খাদ্য সামগ্রী, শাড়ি,লুঙ্গি, মশারী ও গীতা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাগীশিক
ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিক, সাধারণ সম্পাদক রুপক দে, মাষ্টার মানস চক্রবর্ত্তী,মাস্টার মিলন নাথ,মাস্টার আশীষ চক্রবর্তী, আদিত্য সৈকত, রুবেল বিশ্বাস, মাষ্টার লিটন মহাজন,প্রভাত বনিক, রনি শীল, ছোটন নাথ, অমর কান্তি দে, প্রভাস দে, জয়ন্ত দাশ জেকি, উজ্বল নাথ,সনতোষ দাশ, অজিত ভৌমিক,অপু কুমার দে,উজ্জ্বল দে প্রমুখ।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিঠি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদ এর সভাপতি/সাধারণ সম্পাদক বক্তব্য কালে ফটিকছড়ি’র সকল জাতি ধর্ম, বর্ণ নিবিশেষে এবং সনাতনী সম্রদায় যার যার অবস্থান থে‌কে এই অসহায় প‌রিবারগু‌লোর পা‌শে দাঁড়া‌নোর জন্য বি‌শেষ ভা‌বে অনু‌রোধ করেছেন।

Related Posts