নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামজুড়ে এখন আলোচনার বিষয়বস্তু মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার ও সেহরী বিতরণ। রমজানের শুরু থেকে ইফতার ও সেহরী বিতরণ করছে এ ফাউন্ডেশন। দৈনিক দুই হাজার অসহায় ও বঞ্চিত মানুষজনের মধ্যে বিতরণ করা হচ্ছে ইফতার। এসব চলছে মুলত যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যোগে।
প্রতিদিন ইফতার ও সেহরীর আগে দেবদূত হয়ে নামেন বাবরের স্বেচ্ছাসেবীরা। দুই হাজার অসহায়কে প্রতিদিন ইফতার আর সেহেরি দিয়ে যাচ্ছেন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যানারে হেলাল আকবর চৌধুরী বাবর।
করোনা ভাইরাসের কারণে পুরো দুনিয়া যখন নিস্তব্ধ। ঠিক তখনই নগরের হাজারো মানুষকে খাদ্য আর চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়িয়ে সুনাম কুড়িয়েছিল মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। আর এ কাজের সার্বিক আঞ্জাম দিয়েছেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
করোনা পরিস্থিতিতে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যানারে বাবর।
ছিন্নমূল ও অসহায়ের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন বাবর। উপহার হিসেবে নগদ অর্থ আর নতুন জামা হাতে তুলে দেন শত শত ছিন্নমূল ও অসহায় পরিবারের মাঝে।
নগর আওয়ামীলীগের একাধিক পদবীধারী নেতা থাকলেও আলোচনায় ঘুরেফিরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এই দুই নেতার বাইরে নগরীর মধ্যে ক্ষমতাধর আওয়ামী রাজনৈতিক যে কজন নেতা রয়েছে তারমধ্যে বেশ আলোচিত থাকে বারবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর । দলের দুঃসময়ে দলের কান্ডারি হয়ে কাজ করা বা বিএনপি-জামায়াত সরকারের আমলে দল ও দেশের জন্য রাজপথে সরব থাকাসহ অসহায় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। সকল গুণে গুণান্বিত থাকায় তিনি বেশ আলোচনায় থাকেন চট্টগ্রাম নগর জুড়ে। নগরে একাধিক পদ-পদবির নেতা থাকলেও কর্মীবান্ধব এবং হ্যামিলনের বাঁশিওয়ালার মতন কর্মী রয়েছে এমন নেতা তিনিই । নগরীর মধ্যে হাতেগোনা যে কয়েকজন জনপ্রিয় নেতা রয়েছে তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি। একাধিক বিষয়কে বিশ্লেষণ করলে হেলাল আকবর চৌধুরী চট্টগ্রাম আওয়ামী রাজনীতি এবং ক্ষমতার রাজনীতির একটি ব্রান্ড বলা চলে ।
করোনা মহামারীতে করোনা থেকে সুরক্ষা পেতে ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করে প্রশংসিত হয়েছিলেন হেলাল আকবর চৌধুরী বাবর। পথচারী বুথের কাছে গিয়েই বিনামূল্যে পেয়েছিলেন মাস্ক কিংবা স্যানিটাইজার। তার এই বুথ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে।
তারা এসব কর্মকাণ্ডকে কেউ বলছেন মানবতার ফেরিওয়ালা আবার কেউ বলছেন দেবদূত। একাধিক বিশেষনে বিশেষায়িত হচ্ছেন তিনি। এখন সবার মুখে মুখে বারবার ঘুরেফিরে উঠে আসছে নগরীর সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর যোগ্য রাজনৈতিক উত্তরসূরী তিনি।
রাজনীতির যুগে সবার টার্গেট থাকে দলের পদ দখল। পদ দখল করে দলনেতা হওয়া যায়, কিন্তু জননেতা হওয়া যায় না। জননেতার প্রধান গুণ মানবিক হওয়া, মানবতার জন্য কাজ করা। দলের পদ-পদবি পাওয়ার ঊর্ধ্বে থেকে মানবতার জন্য কাজ করে যাচ্ছেন হেলাল আকবর চৌধুরী বাবর। এখন দল ও তৃণমূলের দাবি তাকে নগর আওয়ামীলীগের আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হোক।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন অসহায় গরিব মানুষের বন্ধু। দেশের ক্রান্তিলগ্নে তিনি নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম নগর নিয়ে তার স্বপ্ন ছিল। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশাকরি একদিন তার স্বপ্ন পূরণ হবে।
নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি বলেন, আমরা প্রতিদিন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরের দুই হাজার অসহায় গরিব মানুষকে ইফতার ও সেহেরি দিচ্ছি। এ পর্যন্ত শুধু রমজানেই ২০ হাজার অসহায়কে ইফতার ও সেহেরি দিয়েছি। পুরো রমজান আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।