আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবিতে কুলাউড়া বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সনজিত কুমার শীল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুলাউড়া বিজনেস অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ই এপ্রিল শনিবার মুসাফফা সানাইয়া ৩৮ নম্বরে একটি হলরুমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। লিটন তালুকদার ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ‌ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম। বক্তারা বলেন বলেন কুলাউড়া বিজনেস অ্যাসোসিয়েশন একটি মানবিক সংগঠন। এই সংগঠন কুলাউড়া উপজেলার হত দরিদ্র মানুষের পাশে আর্থিক ও সামাজিক ভাবে অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমরি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষক জনাব আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আহসান উদ্দিন,সংগঠনের চেয়ারম্যান জিয়া উদ্দিন তরফদার,সংগঠনের প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, প্রধান পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরী, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ,বিশিষ্ট সংগঠক আব্দুল কুদ্দুস খালেক,বিশিষ্ট সংগঠক রুহুল আমিন, আহমদ আলী, জুরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান, বিশিষ্ট সংগঠক আতাউর রহমান মাসুম, যুবনেতা ফখরুল ইসলাম রুমেল, মোহাম্মদ রাহুল ।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বাচ্চু মিয়া, মোজাহিদ আলী, রাসেল আহমদ, আসাদ উদ্দিন,খালেদ আহমদ প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি বিশ্ববাসী শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts