‘রাজনৈতিক’ কোন্দলে নগরীর চেরাগী পাহাড়ে ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে এক কিশোর খুন হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তারেক নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে।
আসকার বিন তারেক জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তার ফেসবুক আইডিতেও তা দেওয়া আছে। তারেক বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চেরাগী পাহাড় এলাকায় জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাদিকের অনুসারীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটে। ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন ।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন , ‘সিনিয়র-জুনিয়রের মধ্যে এই ঘটনায় ছুরিকাঘাতে তারেক নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পুরো ঘটনাটি কী কারণে ঘটেছে, বিষয়টি এখনো জানা যায়নি। আমরা তদন্ত করে পরে বিস্তারিত জানানোর চেষ্টা করছি।