চট্টগ্রাম পরিবেশ

চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে ধংস করা যাবে নাঃ হেলাল আকবর চৌধুরী বাবর

 

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিকে ধ্বংস করে প্রাইভেট হাসপাতাল নির্মাণের প্রতিবাদ জানিয়ে এটিকে চট্টগ্রামের ফুসফুস বলে আখ্যায়িত করে যে কোন মূল্যে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

২৩ এপ্রিল (শনিবার) বিকেলে সিআরবিতে দীর্ঘ ১০ মাস ধরে সিআরবি রক্ষার্থে আন্দোলনরত নাগরিক সমাজ চট্টগ্রামের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চট্টলার মূল ভূখণ্ডে সিআরবি সবুজ বৃক্ষরাজির একটি অরণ্য ভূমি। বৃটিশ শাসন আমল থেকেই এই সিআরবির প্রকৃতিকে সৌন্দর্য ও শতবর্ষী বৃক্ষের জন্য আলাদা একটি বৈচিত্র রয়েছে। গ্রীষ্মকালে চট্টগ্রামের তাপমাত্রা যখন ৩৬ ডিগ্রী হয় তখন সবুজে আবৃত সিআরবি এলাকার তাপমাত্রা থাকে ৩২ ডিগ্রী বা তারও কম। চট্টগ্রামের নগরবাসী মানুষেরা একটু শান্তির সুবাতাস বা মনের প্রশান্তির জন্য এই সিআরবিতে ছুটে আসে। কিন্তু এই রকম একটি জায়গায় যদি হাসপাতাল নির্মাণ করা হয় তবে হারিয়ে যাবে সবুজ অরণ্য, রক্ষা পাবে না শতবর্ষী বৃক্ষ। নগরবাসী হারাবে তাদের শেষ প্রশান্তির জায়গা টুকু।

তিনি আরো যোগ করে বলেন, হাসপাতাল অনেক নির্মাণ করা যাবে তবে এই প্রাকৃতিক সিআরবি একবার ধ্বংস হলে হাজার কোটি টাকার বিনিময়েও এই সিআরবি সৃষ্টি করা যাবে না।

নাগরিক সমাজ চট্টগ্রামের মহাসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা বক্তব্য রাখেন।

Related Posts