নিউজ ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-ইউএই’র কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭এপ্রিল ২০২৪ ইং দুবাইয়ের পাঁচ তারকা হোটেল র্যাফেলস-এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশিদ আবদুল্লাহ আল কাসির, উপ-পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুবাই অফিস। এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রায় ২০ টি দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০০ অতিথি অংশগ্রহন করেন।
উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানোর পর দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল- বি এম জামাল হোসেন সকল প্রবাসীদের অভিনন্দন জানান এবং সংযুক্ত আরব আমিরাতের দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে অব্যাহত সমর্থনের জন্য সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ধন্যবাদ জানান। কনসাল জেনারেল তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবার সদস্যবর্গ, মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন।
কনসাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া প্রতিটি ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নয়ন পরিদর্শন করতে সবাইকে বাংলাদেশ সফরের আহ্বান জানান। তার বক্তৃতার এক পর্যায়ে অতিথিদের জন্য বাংলাদেশ-ইউএই ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উপর একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিষয়বস্তু এই ভিডিও ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে, তিনি দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর ও বৈচিত্র্যময় করার আহ্বান জানান।
এরপর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি কেক কাটা হয়। নৈশভোজ শেষে বিদেশী অতিথিরা জাতীয় দিবসের টোকেন হিসেবে বাংলাদেশী ব্র্যান্ডের গিফট হ্যাম্পার প্রদান করা হয়।