চট্টগ্রাম রাজনীতি

সীতাকুণ্ডে হাজারো নেতা কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

 

মামুনুর রশিদ মাহিন-
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-

দীর্ঘ ৯ বছর কারাবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট)সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।এই খবরে সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে কারা ফটকে বিএনপির হাজারো নেতাকর্মীরা উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীকে বরণ করে নিতে জড়ো হন।এসময় নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেন।পরে তিনি বেরিয়ে আসলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন।এর পর চট্টগ্রাম নগরীসহ সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ বরণ করে নেন।

এসময় সিটি গেইট থেকে বড় দারোগারহাট পর্যন্ত বেশ কয়েকটি স্থানে পথ সভায় বক্তব্য রাখেন লায়ন আসলাম চৌধুরী।সেই সাথে
হাজার হাজার নেতাকর্মী ও শত শত গাড়ির শোভাযাত্রায় তাকে অভিবাদন জানানো হয়।

উল্লেখ্যঃ-২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন আসলাম চৌধুরী। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৪ সালের ২৬ এপ্রিল তিনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হন। এর আগে, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে তিনি দলটির যুগ্ম-মহাসচিব হন।

Related Posts