বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে অসুস্থ যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-হারুন, মহানগর সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীকের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। করোনায় আক্রান্ত হয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ববাসীকে রক্ষাকল্পে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া কামনা করা হয়। মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম মাওলানা আলহাজ্ব ফজল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কোতোয়ালী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহামদ, সদনঘাট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি প্রমূখ। ###