আন্তর্জাতিক আরব আমিরাত

বাংলাদেশ দুতাবাস আবুধাবী উদ্যোগে বঙ্গকন্যা শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে ” সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং বঙ্গবন্ধু কন্যার রূপকল্প ২০২১ ও ২০৪১” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য ২৯/০৭/২১ ইং দূতাবাস মিলনায়তনে ইউএইতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে ও দূতাবাস এর লেবার কাউন্সিলর(লোকাল) জনাবা লুৎফুন নাহার নাজিম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক পরিকল্পনার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমটির সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ন-সম্পাদক গোলাম কাদের চৌধুরী ইফতি, তথ্য ও গবেষণা সম্পাদক এবং বাংলা৫২নিউজ এর ইউএই প্রতিনিধি মোহাম্মদ আয়ুব খান।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, প্রকৌশলী আশীষ বড়ুয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দূতাবাসের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ স্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত ও বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ছিল অত্যন্ত সুদুর প্রসারী এবং সময় উপযোগী। পপরিকল্পনা কমিশন গঠন থেকে শুরু করে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন স্বাধীনতার স্বীকৃতি লাভ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভের মধ্যে বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির যে সূচনা করেন তারই ধারাবাহিকতায় আজকের মধ্যম আয়ের বাংলাদেশ।
মান্যবরের রাষ্ট্রদুতের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Posts