সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৩তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৬তম, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৯তম শুভ আবির্ভাব দিবস, অখন্ড গীতাপাঠের ৪৪তম আসর, মঠে প্রতিষ্ঠিত শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেকসহ সপ্তাহব্যাপী অনুষ্ঠান (১৫-২১ নভেম্বর) উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় মঠের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে রয়েছে-সপ্তাহব্যাপী উৎসবের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক মুখপাত্র ‘পাঞ্চজন্য’ প্রকাশনা বিষয়ক আলোচনা, রাষ্ট্রীয় অতিথি ও সাধু-সন্তু-মহারাজের আমন্ত্রণসহ বিবিধ আলোচনা।
অনুষ্ঠিতব্য সাধারণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও শঙ্কর মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##