হাটহাজারীর ফরহাদাবাদস্থ ইউসুফ চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আমিন নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদে আছর হতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ), ফাতেহা ইয়াজদাহুম ও পরিবারের মরহুম মরহুমাদের ইছালে সওয়াব উপলক্ষে দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, গাউছিয়া শরীফ, ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণ ইত্যাদি।
ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় মাহফিলে সভাপতিত্ব করেন পাক দরবারে মূসাবীয়ার সাজ্জাদানশীল হযরতুলহাজ্ব তৈয়ুব উল্লাহ সিদ্দিকী, (মাঃজিঃআঃ)। উদ্বোধক ছিলেন শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মদাররিস হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামী। প্রধান বক্তা ছিলেন ফরহাদাবাদ নূর আলী মিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মঈনউদ্দীন আল-কাদেরী।
আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক ডাঃ এম আমিন উল্লাহ বাহার চৌধুরী ও গোলে নার্গিস এবং আমিন-নার্গিস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো:রবিউল হোসাইন চৌধুরী সাকিব ও ডক্টর লাজিনা তাসনিম চৌধুরী সামিয়া উক্ত মাহফিলে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি