অপরাধ চট্টগ্রাম

ব্যবসয়াীকে পিটিয়ে ২০ লাখ টাকা লুট

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মোহাম্মদ শাহাজাহান প্রকাস আকশ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে তার হেফাজতে থাকা প্রায় ২০ লাখ টাকা লুট করেছে বার্মাইয়া সাইফুল বাহিনী। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী। মাথার ব্রেইনে রক্তক্ষরণ হওয়ায়, তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
২৯ সেমপ্টম্বর রোববার রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ কুঞ্জুছায়া আবাসিক এলাকায় তার নিজ কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহিনীর প্রায় ৩০-৩৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কারখানার ভিতর ঢুকে মারধর করে টাকা পয়সা লুট করে শাহজানকে সড়কে পেলে যায়।

ভুক্তভোগীর স্বজন নজরুল ইসলামের দাবি, অস্ত্র নিয়ে গত রবিবার মধ্যরাতে শাহজাহানের কারখানার ভেতর ঢুকে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় স্থানীয় অপরাধ চক্র বার্মাইয়া সাইফুল বাহিনীর ৩০/৫৫জন সদস্য। লোহার রড দিয়ে শাহজাহানকে পেটানো হয়। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানায়, ঘটনা স্থল থেকে অচেতন অবস্থায় আকশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলাকারী গ্রুপটি ভয়ংকর, এদের মধ্যে কারো কারো নামে ৫০ এরও অধিক মামলা রয়েছে। তাদের কর্মকাণ্ডে ক্ষোদ পুলিশও অতিষ্ঠ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এদিকে হামলায় সাইফুলের ভাই বার্মাইয়া সবুজ, ফাহিম ও হানিফ, সোর্স সাগর, এমরান ও বাবু সহ আরো কয়েকজন জড়িত বলে দাবি নজরুল ইসলামের। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে আকাশের কারখানা ও ইলেকট্রনিকস শোরুম থেকে প্রায় কোটি টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে খুলশী থানাধীন কর্নফুলি কাচাবাজারে সামনে রেললাইনের পাশের ফুটপাতের দোকানিদের কাছ থেকে চাঁদা দাবি করে বার্মাইয়া সাইফুল বাহিনী। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই দোকানিকে মারধর করা হয়।প্রতিবাদ করায় আলাউদ্দিন ও রাশেদ নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আহাতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পুলিশ।

Related Posts