গণমাধ্যম চট্টগ্রাম

সিইউজে নির্বাচনের তফসিল ঘোষণা

 

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে (রেজিস্ট্রেশন নম্বর- চট্ট-৬৬৫) এর দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল শুক্রবার  (১০/০১/২০২৫ ইং) ঘোষণা করা হয়েছে। তফসিল নিম্ন রূপ-
মনোনয়নপত্র প্রদান : ১৩/০১/২০২৫ ইং (বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত), মনোনয়নপত্র গ্রহণ : ১৫/০১/২০২৫ ইং (বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত), মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ : ১৬/০১/২০২৫ ইং সকাল ১১টা, প্রার্থিতা প্রত্যাহার : ১৭/০১/২০২৫ ইং (সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৮/০১/২০২৫ ইং, (সকাল ১১টা), ভোট গ্রহণ : ২৫/০১/২০২৫ ইং (সকাল ৯টা থেকে বিকেল ৪টা-বিরতিহীন)।
যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে-
সভাপতি- ১টি পদ, সিনিয়র সহ সভাপতি- ১টি পদ, সহ সভাপতি- ১টি পদ, সাধারণ সম্পাদক- ১টি পদ, যুগ্ম সম্পাদক- ১টি পদ, অর্থ সম্পাদক- ১টি পদ, সাংগঠনিক সম্পাদক- ১টি পদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ১টি পদ ও কার্যকরী সদস্য- ১টি পদ।

Related Posts