স্পোর্টস ডেস্ক
২০১৫ সালের পর থেকেই ফ্রান্সের জাতীয় দলে নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের অন্যতম স্ট্রাইকার করিম বেনজেমা। বছরের পর বছর ক্লাব ফুটবলে দুর্দান্ত খেললেও জাতীয় দলে তাকে নিচ্ছেন না ফরাসি ফুটবলের নিয়ন্ত্রকরা।
এর কারণ জানতে গেলে ৫ বছরের পুরনো ঘটনায় ফিরে তাকাতে হবে। ২০১৫ সালে এক সেক্স-টেপ বিতর্কে জড়িয়েছিলেন বেনজেনা। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে– সেই সময় সেক্স-টেপ ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন বেনজেমা। অভিযোগটি এখনও আদালতে বিচারাধীন।
যদিও অভিযোগের বিষয়ে বরাবরই নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছেন বেনজেমা। তবে অভিযোগের পর পরই বিতর্ক এড়াতে বেনজেমাকে দল থেকে বাদ দেয় ফরাসি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
২০১৫ সালের পর থেকে আজ অবধি ফ্রান্সের জাতীয় দলে ঠাঁই হয়নি তার। জানা গেছে, ওই ঘটনা এখনও পিছু ছাড়েনি বেনজেমার। ফের ফেঁসে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। আদালতের মুখোমুখি হতে হচ্ছেই তাকে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভার্সেইয়ের প্রসিকিউটর অফিস থেকে বেনজেমাকে জানানো হয়েছে– শিগগিরই সেই ঘটনায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে তাকে। বিচারের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
বেনজিমার আইনজীবী সিলভেইন কর্মিয়ের বলেন, ‘এমন কিছু যে হতো সেটি বোঝা যাচ্ছিল। কিন্তু সিদ্ধান্তটি কোনোভাবেই যৌক্তিক নয়।’ ৩৩ বছর বয়সী করিম বেনজেমা ফ্রান্সের জার্সিতে ৮১ ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে ২৫০ এর বেশি গোল করেছেন।