নিজস্ব প্রতিবেদক:
লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে আটটায় অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।
উৎসবে পূর্ণিমার চাঁদের আলোতে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সংগীতানুষ্ঠান হয়। এতে লোকজ, ভাওইয়া, পল্লিগীতি, দেশাত্মবোধক ও রবীন্দ্র-নজরুলসহ চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পীরা।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় একই জায়গায় অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও পিঠা উৎসব। এতে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।