আন্তর্জাতিক লিড নিউজ

পশ্চিমবঙ্গে ৬৬ নারীর ধর্ষক ভয়ংকর এক ডেলিভারি বয়,অবশেষে গ্রেপ্তার

 

সিনিউজ ডেস্ক

অবিশ্বাস্য হলেও সত্য যে,পশ্চিমবঙ্গের এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৬৬ নারীকে ধর্যণের। অবশেষে এক নারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডেলিভারি বয় বিশাল ভর্মা। তার বিরুদ্ধে একজন দু’জন নয়, অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে অবশষে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। চুঁচুড়ার এক নারীর অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে কেওটা ত্রিকোন পার্ক এলাকায় হানা দিয়ে বিশালকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, জিনিসপত্র ডেলিভারি পর নারীদের ফোন নম্বরে যোগাযাগ তৈরি করত সে। দিনের পর দিন ভিডিও কল করে অনেক নারীর ছবি তুলে রাখত বিশাল। তারপর শুরু হত ব্ল্যাকমেল করা। বিশাল বর্মার এক বন্ধু সুমন মণ্ডলকেও এই কুকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে পশ্চিমবঙ্গের চূুঁচুড়া থানার পুলিশ প্রায় হাতেনাতে ধরে তাকে। সেসময় সে এক নারীকে হুমকি দিয়ে শাসাচ্ছিল। বিশালের ঘরে তল্লাশি করে অসংখ্য নারীর ছবি পাওয়া গেছে। তার মোবাইলে রয়েছে এমন অজস্র ভিডিও যেখানে সে বন্দুক তাক করে নারীদের শাসাচ্ছে।

Related Posts