চট্টগ্রাম

যাত্রা শুরু করলো ফটিকছড়ি প্রবাসী ভিশন লিমিটেড

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে যাত্রা শুরু করেছে ফটিকছড়ি প্রবাসী ভিশন লিমিটেড। ৭ মার্চ (রোববার) বিকালে ফটিকছড়ি উপজেলা সদরের ১ নং রোডের মনির প্লাজার ২ য় তলায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রবাসী সংগঠক মো. হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন। পরে প্রতিষ্ঠানের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক মো. ইউনুস খান রুবেলে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ বেলাল, এডভোকেট হাসান, ইঞ্জিনিয়ার রিয়াজ, মো. ইউনুস, ডাঃ জহির উদ্দিন,মো. ইয়াছিন, মো. বেলাল, আবুল বশর,রেজাউল করিম সুজন, ফজল করিম, কামাল উদ্দীন, ইকবাল হোসেন রাজু, নাছির উদ্দীন, এমরান হোসেনসহ প্রমূখ । অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন বাবুনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মওলানা শোয়াইব।

Related Posts