মো. এমরান হোসেন,ফটিকছড়ি
খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির বিবির হাট বাজারের উত্তর পাশে কে.এম. টেক নামক স্থানে আজ সোমবার সকাল ১০ টার সময় ট্রাক-অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে মানিক আচার্য্য (৬০) ও ৩০ বছর বয়সের অপর এক যুবক(অজ্ঞাত) ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।
এ দূর্ঘটনার মীরসরাই উপজেলার দূর্গাপুর গ্রামের বিরেন্দ্রের পুত্র শুভ আচার্য্য (৫৭) ও ভুজপুর নারায়নহাট এলাকার শওকত আলমের পুত্র জুবায়ের(২০) গুরুতর ভাবে আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঐ সময় বেপরোয়া ভাবে চলমান ট্রাকটি সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। পরক্ষণে ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ চালায়।