আন্তর্জাতিক আরব আমিরাত লিড নিউজ

আবুধাবিতে রাষ্ট্রদূতের সাথে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

আবুধাবিতে রাষ্ট্রদূতের সাথে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি

আমিরাতের বাংলাদেশের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সাথে আবুধাবী প্রবাসী কমিনিটির নেতৃবৃনদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবুধাবী বাংলাদেশ সমিতির কাযালয়ে সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজেজম হোসেন এর সভাপতি অনুষ্টিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত আমিরাতের প্রবাসী কমিনিটি নেতা ,আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সাধারন আব্দুল সালাম তালুকদার .বাংলাদেশ দুতাবাস আবুধাবীর কাউন্সিলার আব্দুল হালিম মিয়া ,কাউন্সিলার (ভিসা ও পাসপোট )রেজাউল হক ,কাউন্সিলার লুৎফুন নাহার নাজিম ,জনতা ব্যাংক এর সিইও আমিনুর হক , বিমানের ম্যানেজার আবুল হোসেন ,আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শওকত আকবর, াধারণ সম্পাদক নাছির তালুকদার .আশীষ বডুয়া,মঈন ঊদ্দিন নুর মোহাম্মদ , সিরাজুল ইসলাম.লুৎফর রহমান সহ প্রমুখ।
তারা প্রবাসীদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদাত তাদের সমস্যা সমাধানে চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।

Related Posts