সিনিউজ ডেস্ক
একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল মারা যান। এর কয়েকদিন পর মারা যান তার শাশুড়ি। আজ বৃহস্পতিবার মারা গেলেন তার শ্বশুরও। তিনজনের পরপর মৃত্যুতে শোকে স্তম্ভিত এই পরিবার।
রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। এর আগে ১৬ এপ্রিল সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে মৃত্যুবরণ করেন রিফাত সুলতানা।
ওইদিন বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। রিফাত সুলতানা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার যমজ সন্তান রয়েছে।