উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় ঘূর্ণিঝড় ইয়াসে প্লাবিত কয়েক গ্রাম

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আনোয়ারা গহিরা উপকূলীয় অঞ্চলে পানির উচ্চতা ১০-১৫ফুট বেড়ে প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধ থাকলেও জোয়ারের পানি বেশি হওয়ায় পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। খুলে দেয়া হয়েছে উপকূল এলাকার সাইক্লোন সেল্টারগুলো।

মানুষকে নিরাপদে অবস্থান করতে করা হয়েছে মাইকিং,প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম।

বেলা একটার দিকে গহিরা উপকূল এলাকা পরিদর্শনে যান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম এবং উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ স্থানীয় লোকজন।

এদিকে গহিরা উপকূল এলাকা পরিদর্শনে গেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন- আগামী জোয়ারের আগে যে সামান্য অংশে ভাঙ্গন দেখা দিয়েছে সেগুলো ঠিক করে দেয়া হবে।

Related Posts