মো.এমরান হোসেন,ফটিকছড়ি
ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন ২টি পৌরসভাসহ মোট ২০টি সাংগঠনিক জোনে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা ও সাংগঠনিক মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়েছে । ইতিমধ্যে ০৬জুন উত্তর ফটিকছড়ি ও ০৮ জুন দক্ষিন ফটিকছড়ির ইউনিয়নগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক নাজিম মুহুরীর নেতৃত্বে একটি টিম উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা আ.লীগের সাথে স্ব স্ব এলাকায় গিয়ে এসব মতবিনিময় সভা করে। মতবিনিময় সভাগুলো যথাক্রমে বাগানবাজার ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে সেক্রেটারী রফিকুল ইসলাম বাবলু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী। দাঁতমারা ইউনিয়নে আ. লীগের সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মাস্টার’র সঞ্চালনায়, নারায়ণহাটে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ইব্রাহীম’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাস্টার রতন কান্তি চৌধুরীর সঞ্চালনায়,ভূজপুরে ইউনিয়ন আ’লীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী চেয়ারম্যান’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান’র সঞ্চালনায়, হারুয়ালছড়িতে ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সোলতান আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান’র সঞ্চালনায় ইউনিয়নগুলোর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সেক্রেটারী নাজিম উদ্দিন মুহুরী।
অপরদিকে দক্ষিন ফটিকছড়ির আবদুল্লাহপুরে ইউনিয়ন আ.লীগের সভাপতি মৃদুলকান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল মাবুদ এর সঞ্চালনায়, জাফতনগরে ইউনিয়ন আ. লীগের সভাপতি জিন্নাত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী সেলিমের সঞ্চালনায়, ধর্মপুরে গোলাম রহমানের সভাপতিত্বে কাজী মাহমুদুল হকের সঞ্চালনায়, নানুপুরে ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চেয়ারম্যান শফিউল আজমের সঞ্চালনায়, রোসাংগীরিতে ইউনিয়ন আ. লীগের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সেক্রেটারী ইসমাইল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয় । এসব মতবিনিময় সভায় উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক নাজিম মুহুরীর সাথে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ. লীগের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, ত্রাণ ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো.সরওয়ার, উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর আবুল কাশেম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বাশার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অহীদুল আলম জুয়েল,অর্থ সম্পাদক জহুরুল আলম, জানে আলম, চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, নুরুল ইসলাম, নুরুল আলম, আফাজ উদ্দিন,মাহবুবুল আলম, আবদুল হামিদ, জাহাঙ্গীর আলম, হোসেন শহীদ জাফর আলম, নাজিরহাট পৌরসভা আ.লীগ নেতা আলী আজম সাদেক, রেশমিয়া হাসান আলী মিন্টু মো.শহীদুল্লাহ, ইলিয়াস তালুকদার, নুরুল আলম, সাইফুল ইসলাম মঞ্জু, শিমুল রহমত উল্লাহ, কামাল রাশেদ,মো. লোকমান, মো.জালাল, মো.হোসেন, মো.মুন্না, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী রায়হান রুপু, মাসুদ পারভেজ, জামশেদুল আলম শিবলু,ইকবালসহ প্রমূখ।
দলটি সূত্রে জানা গেছে, আগামী জুলাই মাসে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে । ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতা- কর্মীদের চাঙ্গা করেত এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে ।
সাংগঠনিক সভা বিষয়ে ফটিকছড়ি উপজেলার আ.লীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন ২টি পৌরসভাসহ মোট ২০টি সাংগঠনিক জোনে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা ও সাংগঠনিক মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়েছে । ইতিমধ্যে ১১টি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যানোগুলোতেও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।