রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
বংগমাতা অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আনোয়ারা উপজেলা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা বোয়ালখালী উপজেলাকে ১০ শূন্যের বিশাল পরাজিত করে দক্ষিণ অঞ্চলের ফাইনালে জায়গা করে নিলেন।ফাইনালে তারা পটিয়া উপজেলার মুখোমুখি হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। খেলায় জয়লাভ করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এম পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ অভিনন্দন জানিয়েছেন।