সনজিত কুমার শীল।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া ৮ নাম্বার জামে মসজিদের পাশেই বাংলাদেশি যৌথ মালিকানাধীন “জনতা” রিপেয়ারিং অটো রিপেয়ার শপ নামে একটি কাজের শুভ উদ্বোধন করা হয়। গত ২৫ শে জুন শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এই কাজের উদ্বোধন করেন স্বত্বাধিকারী হোসেন আহমেদ, আনিসুর রহমান ফোরকান, মোহাম্মদ ইকবাল হোসেন হিরু। এতে আরো উপস্থিত ছিলেন রহিম বাচ্চা, ব্যবসায়ী ও সাংবাদিক সনজিত কুমার শীল, ব্যবসায়ী আব্দুল মান্নান রানা, মোহাম্মদ হাছান, শাজাহান সিরাজ ছোটন, মোহাম্মদ সাইফুদ্দিন, জাহেদ হোসেন সহ আরো অনেকে। প্রতিষ্ঠানটির মালিকেরা বলেন আমাদের প্রথম ব্যবসার সাথে সাথে বাংলাদেশীদের ভিজিট ভিসা খোলা থাকায় দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টির সুযোগ হয়েছে। আমিরাতে যত ধরনের পেট্রোল জাতীয় গাড়ি রয়েছে এতে কম্পিউটার চেকিং , মেকানিক্যাল, ইনজেক্টর ক্লিনিং, স্পেশাল এসি রিপেয়ারিং সহ যত জটিল কাজ রয়েছে তা আমরা করতে পারি। এই করোনা কালীন সময়ে যারা আমাদের কাছে গাড়ির কাজ করার জন্য আসবেন তাদের জন্য স্পেশাল ভাবে ডিসকাউন্ট সিস্টেম রয়েছে। মুসাফফা, আবুধাবি ইউএই যেকোনো স্থান থেকে স্পেক্টর গাড়ির যত সমস্যা আছে আমাদের জনতা অটো রিপেয়ারিং এ আসতে পারবেন। বর্তমানে আমিরাতে ব্যবসা-বাণিজ্যের সুযোগ রয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। আমিরাতের স্বাস্থ্য বিধি এবং আইন কানুন মেনে চলে দেশের সম্মান বজায় রাখার জন্য অনুরোধ জানান। পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনা থেকে মুক্তি এবং বিশ্ব শান্তি কামনায় মোনাজাত, দোয়া মাহফিলের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়।(সনজিত কুমার শীল আমিরাত প্রতিনিধি 00971556552306)