চট্টগ্রাম

সাংবাদিক তানুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি সিইউজের

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার সরবরাহে অনিয়মের সংবাদ প্রকাশের কারণে ঠাকুরগাঁওয়ে জাগো নিউজের প্রতিনিধি তানভীর হাসান তানুর বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে)। এক বিবৃতিতে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 

রোববার (১১ জুলাই) সন্ধ্যায় সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়মের খবর প্রকাশের কারণে যেভাবে মামলা দিয়ে সাংবাদিক তানুকে হেনস্থা ও হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত ঘৃণ্য, জঘন্য, অনাকাঙ্খিত ও অমানবিক। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

নেতারা বলেন, লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের বিরূদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে। যা সাংবাদিকদের সত্য সংবাদ পরিবেশনের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। তাই স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এ আইনের সংশোধন কিংবা প্রত্যাহারের দাবি জানান তারা।

এদিকে সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

Related Posts