উপজেলা চট্টগ্রাম লিড নিউজ

১লা আগস্ট হাটহাজারীতে চালু হচ্ছে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার

 

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম জেলার হাটহাজারী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলায় প্রাণকেন্দ্রে উদ্বোধন হতে যাচ্ছে সঠিক রোগ নিরুপনী সেন্টার হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টার। অত্যাধুনিক যন্ত্রপাতি ও মেশিনের মাধ্যমে সঠিক রোগ নিরুপন করা হবে।অভিজ্ঞ চিকিৎসক ও টেকনেশিয়ান দ্বারা সর্বপ্রকার কর্মকাণ্ড পরিচালিত হবে।
আগামি ১ আগস্ট থেকে এ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে। এদিন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সকল প্রকার টেস্টে ২৫% ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. আবুল হাসান জানান,এটি একটি আধুনিক রোগ নিরুপনী কেন্দ্র। অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি দিয়ে রোগ নিরুপন করা হবে। থাকবেন অভিজ্ঞ চিকিৎসক ও টেকনেশিয়ান। এটি উত্তর চট্টগ্রামের সেরা রোগ নিরুপনী কেন্দ্রে পরিণত হবে।
তিনি বলেন,গুণগত মান ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে এ সেন্টার চালু করছি। মানুষ শতভাগ সেবা পাবে তাতে কোন সন্দেহ নেই।

Related Posts