হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়। পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে নেমে এসে পড়ল নীচের রাস্তা দিয়ে যাওয়া বাসের ছাদে। হিমালচলের কিন্নর জেলায় ভূমিধসের জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় ৪০ জনের বেশি আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও তাঁর সহকারী।
বুধবার দুপুর ১২টা ৪৫ নাগাদ রেকংপেও-শিমলা সড়কে এই ঘটনাটি ঘটেছে। সড়ক দিয়ে যাওয়া একটি বাসের মাথায় এসে পড়ে পাথরের চাঁই। ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাথরের নীচে চাপা পড়েছে।
ডেপুটি কমিশনার আবিদ হোসেন সাদিক বলেন, ‘‘জাতীয় সড়কের উপর ভূমিধসের খবর পেয়েছে ভাবনানগর থানা। তার পরই ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উদ্ধারকার্যে তাঁদের সাহায্য করছেন স্থানীয়রাও।’’ পাহাড় থেকে অনবরত গড়িয়ে নেমে আসছে বড় বড় পাথর, যার জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য, জানিয়েছেন তিনি।
হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, ‘‘দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য পুলিশ ও স্থানীয় প্রশানসকে নির্দেশ দিয়েছি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে। আরও তথ্য সামনে এলেই জানানো হবে।’’
গত জুলাইয়েই কিন্নরের বাস্তেরিতে ভূমিধসের কারণে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। সেই সময়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। দেখা গিয়েছিল, বড় বড় পাথরের চাঁই ঝড়ের গতিতে নেমে আসছে পাহাড়ের গা বেয়ে। বিশালাকার একটি বোল্ডার অভিঘাতে মুহূর্তের মধ্যে ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল নদীর উপর একটি সেতু। কয়েক মিনিটের মধ্যেই সব তছনছ করে দিয়েছিল সেই ধস।