সনজিত কুমার শীল
আরব আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। গতকাল শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অনুষ্ঠানমালা বিকেল চারটা আগের থেকে বাংলাদেশ দূতাবাস ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠন ছাত্র-ছাত্রী সহ অনেকেই বঙ্গবন্ধু প্রতিকৃতিতে চার্জ দেওয়ার জন্য জড়ো হয়ে যান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য প্রদান করেন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। মান্যবর রাষ্ট্রদূত এর নেতৃত্বে দূতাবাসের উপ কমিশন, সচিব, কর্মকর্তা-কর্মচারীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শত শত অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা সমিতি,জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি, বঙ্গবন্ধু পরিষদ আল আইন, আবুধাবি আওয়ামী যুবলীগ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি, প্রজন্ম বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ, ইয়ুদ কালচারাল ফোরাম, আবুধাবি যুবলীগ সহ অন্যান্য ব্যক্তিবর্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম (শ্রম) এর পরিচালনায় মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন, প্রামাণ্য চিত্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করেন বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগন। উক্ত শোক দিবসের আলোচনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুল আলম, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, নাসির তালুকদার, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আমিরুল হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, উত্তম হাওলাদার, জাকির হোসেন জসিম , গোলাম কাদের ইফতি, শামসুল কবীর, প্রিয়াঙ্কা শারমিন খন্দকার, সজল চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, সরোয়ার উদ্দিন, শেখ ফরিদ সহ আরো অনেকে। বক্তারা বঙ্গবন্ধুর রূপকার বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অপরিসীম। মান্যবর রাষ্ট্রদূত বলেন বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এ দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আজকের এই দিনে সপরিবারে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হতে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই কলঙ্কময় ইতিহাস বিশ্বের আর কোথাও নেই বললেন তিনি। তিনি আরো বলেন স্ব-স্ব স্থানে থেকে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে এবং দেশের সুনাম উজ্জ্বল করার জন্য আহবান জানান। পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গমাতা এবং ৭৫ সালের ১৫ ই আগস্ট এর সকল শহীদদের প্রতি আত্মার শান্তি কামনায় এবং করোনা থেকে বিশ্ববাসী মুক্তির জন্য বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে জাতীয় শোক দিবস পালন
