বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক প্রদত্ত পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা দাবি বাস্তবায়নকল্পে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন কর্মবিরতি কর্মসূচী পালন করা হবে। এ কর্মসূচীর সমর্থনে চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে সংগঠনের মাদারবাড়িস্থ প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নান মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার আহবায়ক মোঃ নূরুল আবছার, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক ও কে.এম মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবদুল মান্নান বলেন, ঘোষিত কর্মসূচী পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার আদায়ের কর্মসূচী। এ কর্মসূচী বাস্তবায়ন করা সকল পণ্য পরিবহন মালিক-শ্রমিকের নৈতিক দায়িত্ব। তাই এ কর্মসূচী সফল করতে পণ্য পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। ###