নিজস্ব প্রতিবেদক
দেশের ঐতিহ্যবাহি আকতার ফার্নিসার্স এর ৩৫তম শোরুম কাজির দেউরিতে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি আকতার গ্রুপের চেয়ারম্যান ডা. কে এম আকতারুজ্জামান। বিজনেস এসোসিয়েটস ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট( সেলস) এ কে এম মনির হোসেন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন এস মুন্সি,এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট তুহিন মির্জা,মো. সোলায়মান প্রমুখ।
কাজির দেউরিতে আকতার ফার্নিসার্স এর শোরুম উদ্বোধন
