কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযান আজ ২০ মে সোমবার নগরীর বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে প্রায় ৫০০ ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচার অভিযানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম আজম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সারা জয়ীমা শওকত, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী সিকদার, চসিক’র বাকলিয়া ১৭, ১৮ ও ১৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়া, দোলন রোজারিও ও সিইএসপি এসিষ্টেন্ট পায়েল খ্রীষ্টিনা দাস প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম আজম বলেন, মেয়েদের ঋতুচক্র লজ্জা বা সংকোচের বিষয় নয়, বরং এটি সুস্থ্য ও স্বাভাবিক জীবনের অংশ। তিনি কিশোরী স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযানে ওয়ার্ল্ড ভিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে বিনামূল্যে সেনিটারী প্যাড বিতরণ করা হয়। শেষে কিশোরীদের জন্য সচেতনতা মূলক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। ##