গণমাধ্যম চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরীঃকমিশন সচিব

 

জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে তথ্য অধিকার আইনের অধিকতর ব্যবহার নিশ্চিতে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা আজ ৭ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব মোঃ আরিফ। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) এস.এম কামরুল ইসলাম। বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদসহ উপজেলার বিভিন্ন
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনের সচিব মোঃ আরিফ বলেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি আছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য কমিশন সংস্কার ও তথ্য অধিকার আইনে সংশোধন আনা হবে। তথ্য অধিকার না পেলে অন্য অধিকার প্রয়োগ করা যায় না। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) এস.এম কামরুল ইসলাম বলেন, জনসচেতনতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যতœবান হওয়া, তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়ন জরুরী। এ লক্ষ্যে বর্তমান অর্ন্তবর্তী সরকার কাজ কর যাচ্ছে। ###

Related Posts