চট্টগ্রাম

আনোয়ারায় স্কুল শিক্ষকের মৃত্যু

 

আনোয়ারা প্রতিনিধি

দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন বটতলী স্কুলের প্রবীণ ইংরেজী সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম (৫০)।প্রতি সপ্তাহে কিডনি ডায়ালাইসিসের জন্য ছুটে যেতেন চট্টগ্রাম শহরে।পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।দেখভাল করার জন্য একমাত্র স্ত্রী ছাড়া কেউ ছিলনা।সেই স্ত্রী প্রতি সপ্তাহে তাকে নিয়ে ছুটে যেতেন চট্টগ্রাম শহরে।

ছুটতে ছুটতে একেবারে হারিয়ে গেলেন তিনি।গত দুদিন আগে শারীরিক অবস্হার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।সেখানে আজ ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নুরুল ইসলাম আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের মাঝর পাড়ার বাসিন্দা মৃত কবির মাষ্টারের ছেলে।শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে জড়িত ছিলেন তিনি।

তার অকাল মৃত্যুতে বটতলী স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts