উপজেলা চট্টগ্রাম

আনোয়ারা দক্ষিণ শোলকাটা গ্রামের মন্দিরে ফের চুরি

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

দুই মাসের ব্যবধানে আনোয়ারার দক্ষিণ শোলকাটা গ্রামের শ্রী শ্রী লোকনাথ মন্দিরের আবারো চুরির ঘটনা ঘটছে।
বুধবার ( ৩০ জুন ) দিবাগত রাতে কে বা কাহারা মন্দিরের দরজা ভেংগে দান বাক্সের টাকা, মন্দিরের সামনে থাকা বড় ঘন্টা সহ মন্দিরের পূজার সকল প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

মন্দিরটিতে চুরির এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জওহরলাল সিকদার জানান, মন্দিরটির দান তালা ভেঙে কে বা কাহারা দান বাক্সের টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। সকালে মন্দিরে পূজা দিতে আসলে মন্দিরের তালা ভাংচুর অবস্থায় দেখতে পাই।

পরে দেখা যায়, মন্দিরের থেকে দান বাক্স ভেঙে সব টাকা পয়সা ও পূজার সব সামগ্রী নিয়ে গেছে চোরেরা। তিনি আরো বলেন, আনোয়ারায় কয়েক মাসের ব্যবধানে বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশ কয়েকজন আসামিকে গ্রেফতার ও করেছিল। এরপর ও চুরির ঘটনায় আমরা খুব মর্মাহত। আমরা থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ব্যাপারে আনরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আনরা খুব দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Related Posts