রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) ভোররাতে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
এসময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, ১ টি ছোরা ও ছিনতাইকৃত নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় কর্ণফুলীর ক্রসিং এলাকা থেকে মো. এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি সিএনজি অটোরিকশা করে বাঁশখালী যাচ্ছিল। পথে পিএবি সড়কের শোলকাটা এলাকায় ছিনতাইকারীরা তার গাড়ীর গতিরোধ করে। পরে তার কাছে থাকা নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে ফেলে দেয়।
সংবাদ পেয়ে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক নওফেল আলম কালাবিবির দীঘির মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল কর্ণফুলী উপজেলার বাসিন্দা মো. ওমর ফারুক (৩০), মো. লেদু মিয়া (৩০) ও সুজিত নাথ (২৫)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ একাধিক চুরির মামলা রয়েছে