চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২ আগস্ট সোমবার দুপুরে চকবাজার ও আন্দরকিল্লা ওয়াডের্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের পরিচালক ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের সভাপতিত্বে ও যুব সংগঠক ইমন চৌধুরী ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন চসিক’র সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, যুগ্ম সম্পাদক লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য আলী নেওয়াজ খান পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, বীর মুক্তিযোদ্ধার সন্তান আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমেদ জয়, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মহিউদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী, নুরে আলম, অনুপম চৌধুরী মনি, অনুপ মল্লিক, রাকেশ বিশ্বাস, শিবু দাস, সুকুমার কারন, আরিফ উদ্দিন, মোরশেদ জামান, এডভোকেট শাহাদাৎ হোসেন পিন্টু, সংবাদকর্মী মাসুদুর রহমান, ইলিয়াস নিশান, বাদল মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা করোনাকালীন দুঃসময়ে বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ফাউন্ডেশনের পাশাপাশি আর্ত মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। ###

Related Posts