চট্টগ্রাম বিশেষ

লটারীর মাধ্যমে ১০৩ জনের বদলিতে অনন্য নজির স্থাপন করলেন জেলা প্রশাসক 

 

চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে করা হয়েছে। জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো এ রকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নেন বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম। বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকেকে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। উক্ত পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ।পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে মোট ১০৩ জন কর্মচারীকে পদায়ন করা হলো। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকতার সাথে সেবা প্রদান করবেন।##

Related Posts